মিজানুর রহমান মুন্সী, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী গ্রামে কৃষক হাফিজুল মুন্সীর পরিবারের উপর পূর্ব শত্রুতা ও জমাজমির দ্বন্দে জের ধরে প্রতিপক্ষ দ্বারা হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার ঘটনায় ওই পরিবারের বাড়ি-ঘর ব্যাপক ভাংচুর এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে রুপা বেগম(২৫), সোহেল মুন্সী(২৫), এসারত মুন্সী(৪৫),জসিম মুন্সী(৩০), দুলাল মুন্সী(৩৫),লাভলু মুন্সী(৪০)। এদের মধ্যে ৬ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহত রুপা বেগমকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাফিজুল মুন্সী ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন,ওই গ্রামের হারুন মুন্সি ও তার লোকজন নানাভাবে হুমকি দিয়ে আসছিল। ওই দিন বিকেলের দিকে তারা সংঘবদ্ব হয়ে লাঠিসোটা, দেশীয় ধারালো অস্ত্রসস্র নিয়ে জোরপূর্বক জায়গা-জমি দখল করার জন্য হামলা চালায়। ঘন্টা ব্যাপী ব্যাপক তান্ডব চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে এবং মহিলা সহ যাকে যেখানে পায় তাদের উপর হামলা চালায়।
এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply