বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন

ভাঙ্গায় মসজিদকে কেন্দ্র করে কাজী গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ১৭ Time View

 

(আল্লাহর ঘর মসজিদকে নিয়ে ভাঙ্গায় কাজী বংশের কিছু উশৃঙ্খল মুসল্লি নামদারী সন্ত্রাসীরা জুমআর নামাজের সময় মসজিদের মধ্যে প্রবেশ করে মোতাওয়াল্লী সহ নামাজীদেরকে মারধর করে ন্যাক্কার জনক ইতিহাসের সৃষ্টি করেছে। থানায় মামলা হলেও সংশ্লিষ্ট তদন্তকারী অফিসার কোন আসামীকে গ্রেফতার করছে না। তাদের আচরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা সহ জঙ্গী অপতৎপরতার অশনি সংকেতের ভাবর্মূতি ফুটে উঠেছে।)

 

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের রায়পাড়া সদরদী গ্রামে একটি মসজিদ নিয়ে দ্বন্দ চরম আকার ধারণ করেছে। ওই গ্রামে ওই মসজিদটি দখল করে নাম পরিবর্তনের চেষ্টা করছে কাজী বংশের লোকজন বলে অভিযোগে পাওয়া গেছে। এতে মসজিদটির প্রতিষ্ঠাতা সুবেদার লোকমান হোসেন মাতুব্বরকে সরিয়ে প্রতিপক্ষরা মসজিদটি দখলের পর তাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগে জানান, মুসল্লিদের সুবিধার জন্য ১৯৯৫ সালে রায়পাড়া সদরদী গ্রামে পশ্চিম সদরদী জামে মসজিদ নামে একটি মসজিদ প্রতিষ্ঠা করে এর জায়গা ওয়াকফ করে দেন। কিছু দিন পর প্রতিপক্ষ একটি গ্রুপ নিজেদের স্বার্থ হাসিল এবং আধিপত্য বিস্তারের জন্য মুল্লিদের মধ্যে বিভাজন তৈরি করে জোরপূর্বক মসজিদটির নাম পরিবর্তন করে এর নাম দেন কাজীপাড়া জামে মসজিদ। এতে এলাকার মুসল্লিরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। পরে এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রেরণসহ মামলা হয়। বিষয়টি নিয়ে মামলায় মসজিদটির পূর্ব নাম বহাল রেখে পশ্চিম সদরদী জামে মসজিদ নামে রাখার আদেশ দিয়ে মসজিদের প্রতিষ্ঠাতা সুবেদার লোকমান হোসেন মাতুব্বরকে মোতওয়াল্লী হিসেবে বুঝিয়ে দেয়া হয়।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড মোহাম্মদ আল-আমীন ঘটনাস্থলে গিয়ে আদেশ বাস্তবায়নের জন্য নির্দেশ দেন। সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিষ্ট্রেট সকল বৈধ কাগজপত্র পর্যালোচনা করে মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে পূর্বের মতো পশ্চিম সদরদী জামে মসজিদের সাইনবোর্ড ও নামফলক পুনরায় স্থাপন করেন, তিনি চলে যাওয়ার পরে কাজী বংশের লিয়াকত কাজী ও শহিদুল কাজীর নেতৃত্বে কিছু দূর্বৃত্তরা সরকারী অফিসার কর্তৃক স্থাপিত মসজিদের সাইনবোর্ড ও মাইলফলক ভেঙ্গে ফেলে।

এই বিষয়কে কেন্দ্র করে তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। পুনরায় আবার ম্যাজিষ্ট্রেট মহোদয় সাইনবোর্ড স্থাপন করে প্রমাণ করেন মোতাওয়াল্লী সুবেদার লোকমান সাহেব এবং তার কাগজপত্র তার মসজিদের প্রতি ভালবাসা সর্বোপরি আল্লাহ্র সন্তুষ্টি অর্জন,তার পথচলার পাথেয়। মসজিদের মোতাওয়াল্লী সুবেদার লোকমান প্রতিবেদককে আরোও জানান, ওই কুচক্রী মহলটি সুবিধা করতে না পেরে আমার এবং আমার পরিবারের সদস্যদের নানাভাবে ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করছে।

তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে মসজিদের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। মসজিদের মুসল্লিসহ মোতাওয়াল্লীর উপর হামলাকারীদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা হয়। যাহার নং- ভাঙ্গা জিআর-১৭১, তাং- ২৫/১১/২০২০ ইং।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়