Amar Praner Bangladesh

ভাঙ্গায় সদ্য যোগদানকৃত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

 

 

মিজানুর রহমান মুন্সী, ফরিদপুর প্রতিনিধি :

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ(ওসি)মোঃ জিয়ারুল ইসলামের সাথে সাংবাদিকদের এক মত বিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা থানায় তাঁর নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময়ে তিনি বলেন, মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশের পাশাপাশি আপনাদের (সাংবাদিকদের) ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আগামীকাল থেকেই লাইসেন্স বিহীন মোটর সাইকেল, বেপরোয়া চালক অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের মোটর সাইকেল পাকড়াও অভিযান শুরু হবে। মত বিনেময় সভায় উপস্হিত ছিলেন, সাংবাদিক হাজী আঃ মান্নান, ওবায়দুর আলম সম্রাট, মামুনুর রশিদ, নান্নু, অজয় দাশ,দ্বিলিপ দাশ,নবাব জাদা,রাহাদ বেগ, মিজানুর রহমান মুন্সী,জাকির মুন্সী, শাহাদত হোসেন,সরোয়ার হোসেন, রবিউল ইসলাম,মাহমুদুল হাসান,ওবায়দুর রহমান,লিয়াকত হোসেন,মোল্লা হাফিজুর রহমান,রিপন, শোহাগ সহ আরো অনেকে।