Amar Praner Bangladesh

ভাণ্ডারিয়ায় কামিল পরীক্ষা শুরু

 

ভাণ্ডারিয়া প্রতিনিধি :

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোমবার ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে উপজেলার দারুলহুদা আল গায্যালি কামীল মাদ্রাসা কেন্দ্রে চার বিভাগের কামিল (মার্স্টাস) ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুতেই হাদীস,তাফসীর, ফিকহ্ ও আরবী সাহিত্য বিষয়ে ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন উপস্থিত ছিলেন। বাকী ২১ জন পরীক্ষা দেয়া থেকে অনুপস্থিত রয়েছে।

২০২০ সালের পরীক্ষা এ বছর শুরু হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। এ মাদ্রাসা কেন্দ্রের ৫টি কক্ষে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।