Amar Praner Bangladesh

ভাণ্ডারিয়ায় প্রতিবন্ধী ইয়াছিন নিখোঁজ

 

মোঃ লোকমান হোসেন, ভাণ্ডারিয়া প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাক প্রতিবন্ধী ইয়াছিন হাওলাদার (২২) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।

নিখোঁজের ১০দিনেও তার সন্ধান মেলেনি। সে ভাণ্ডারিয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের সিংহখালী গ্রামের সুলতান মাহমুদের ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানগেছে, গত বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন এবং স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজা খুজি করেও গত ১০দিনেও তার খোঁজ মেলেনি।

এ ঘটনায় শনিবার নিখোঁজ ইয়াছিনের মা শাহানা বেগম ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর- ৬৩। প্রতিবন্ধীর পরিবার তাকে খুজে পেতে সকলের সাহায্য কামনা করেছেন।