Amar Praner Bangladesh

ভাণ্ডারিয়ায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শোক দিবস পালিত

 

মো: লোকমান হোসেন, ভাণ্ডারিয়া প্রতিনিধি :

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার (২০আগষ্ট) দুপুরে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা,মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে স্থানীয় অডিটরিয়ামে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংগঠক ও সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, মুক্তিযোদ্ধা নিজামুল হক নান্না, ওসি তদন্ত মো. মেহেদী হাসান, আওয়ামী লীগের সহ সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা, আ.বারেক সিকদার, আ,লীগ নেতা গিয়াস উদ্দিন লিটন, দপ্তর সম্পাদক প্রভাষক আ: হালিম, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার,কৃষকলীগের সভাপতি ফারুক মুন্সী, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক অহিদ মান্নান উজ্জল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শফিকুল ্ইসলাম আযাদ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ’৭৫এর ১৫ই আগষ্ট যে সকল ব্যক্তিরা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসাইন।