শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন

ভান্ডারিয়ায় গ্লোবাল মে মোমেন্ট উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৩ Time View

 

 

ভান্ডারিয়া প্রতিনিধিঃ

 

পিরোজপুরের ভান্ডারিয়া ইয়ুুথ অ্যাম্বাসেডরদের নিয়ে গ্লোবাল মে মোমেন্ট-২০২৩ উদযাপন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এপি’র আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় তাজ কমিউনিটি সেন্টার হলরুমে আলোচনা সভায় বাল্য বিবাহ কি, বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাবসহ বাল্য বিবাহ রোধে করণীয় কি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এপি’র ম্যানেজার লিন্ডা দফো, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব, ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন, ইমাম সমিতির সভাপতি আবুল হোসেন, ভান্ডারিয়া এপি’র সিপি অফিসার রজলিন নুপুর, ইয়ুুথ অ্যাম্বাসেডর এবি রায় প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বাল্য বিয়ে রোধে আইনের সঠিক প্রয়োগ করতে হবে। অভিভাবকদের আরও সচেতন করতে হবে। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। ইমাম কাজীদের বয়স না হলে কোনো ধরনের বিয়ে না পড়ানোর জন্য বলা হয়েছে।

এপি’র ম্যানেজার লিন্ডা দফো বক্তব্যে বলেন,প্রায় তিন হাজার শিশু ও যুব ফোরাম বাল্যবিবাহ রোধে কাজ করছে। তিনি এই ফোরাম কে ‘তারুণ্যের অহংকার’ আখ্যায়িত করে পিতামাতা,অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সমন্বয়ভিত্তিক বাল্যবিবাহের মতো সামাজিক তথা রাষ্ট্রীয় অপরাধ রোধে এগিয়ে আসার আহ্বান জানান ।

এ অবস্থা থেকে উত্তরণে বাবা-মা,আলেম ওলামা,জনপ্রতিনিধি,প্রশাসনিক কর্মকর্তা,রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্বসহ সকল স্তরের ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান ।

ঝুকিপূর্ণ গর্ভধারণ,অপুষ্টি,নারী ও শিশু সহিংসতা,অবৈধ যৌনাচার ও সংক্রমণ,মাদকাসক্তিসহ সামাজিক অসঙ্গতি নিরসনে “পারিবারিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী” গড়ে তোলার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়