পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মল্লিক বাড়ির সামনের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগসূত্রে জানা যায়, নদমুলা ০৪নং ওয়ার্ডের, রুবেল মল্লিক, শফিকুল মল্লিক, ওবাইদুল হাওলাদার, আঃ ছালাম মল্লিক, মোছাঃ রিমা বেগম সহ কয়েকজন দুষ্কৃতিকারী জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৮৫ বছর দৃদ¦ আমজেদ খান এর উপর অতর্কিত হামলা চালায়। তার ছেলে কাওছার খান জানান, শুক্রবার সকালে আমার বৃদ্ব বাবা জমিতে একজন লোক সাথে নিয়ে মাটিকাতে গেলে এমত অবস্থে আঃ ছালাম মল্লিক এর ছেলে রুবেল মল্লিক ও শফিকুল মল্লিক সহ কয়েক জন মাস্তান নিয়ে এসে মাটি কাটতে বাদা দেয় তখন আমার বাবা ঐ জমি দীঘ্র বছর যাবত বোগদখল করে আসছে কিন্তু তারা আমার বাবার কোন কথা না শুনে অহেতুক তাকে পিটিয়ে গুরুতর আহাত করে।
তাদের সাথে আসা প্রতিপক্ষরা লাঠি দিয়ে আমার বাবা কে এলোপাথারী পিটাইয়া এবং মাটিতে ফেলাইয়া পাড়াইয়া চাপা ফুলা জখম করা সহ তাহার সাথে থাকা ২টি রুপার আনটি এবং পকেটে থাকা ৮৫০০ নগদ টাকা নিয়া যায়। এলাকার পারুল বেগম সেখানে গিয়ে বাঁধা প্রদান করিলে তাহাকেও অহাত করা হয়। আশে পাশের লোকজন আসিয়া তাদেরকে উদ্ধার করিয়া অটোযোগে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ব্যপারে ভান্ডারিয়া থানায় আমজেদ খান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply