ভান্ডারিয়া প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্র ঘোষিত সারাদেশে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে ১ এপ্রিল পিরোজপুর জেলা বিএনপির কর্মসূচিতে অংশ গ্রহণের সময় বীর মুক্তযোদ্ধা ৯ নং সেক্টরের বেসামরিক প্রধান সাবেক মন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর পুত্র ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন এর উপর হামলা চালানো পরে তার গাড়ি ভাংচুর করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ভান্ডারিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এক নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আঃ হাই হাওলাদার এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহবায়ক আঃ মান্নান হাওলাদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক , সাখাওত হোসেন মিঠু, মনোয়ার হোসেন পলাশ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান উৎপল , যুগ্ম আহবায়ক মোঃ ওহেদুল, ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদ খান,ইকড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দুলাল মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম মলি¬ক, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রনি মোল্লা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন পলাশ বলেন যে বর্তমান সরকার নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাইলে কি ভাবে একজন মুক্তিযোদ্ধার সন্তানের উপর সরকারি পেটোয়া বাহিনী ছাত্রলীগ – যুবলীগ হামলা চালায়। বিভিন্ন পর্যায়ের বক্তারা বলেন যে,হামলা মামলা করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না এবং এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সভাপতি তার বক্তব্যে বর্তমান সারকারের নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং আহবায়ক ও তার সফর সঙ্গীদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করার আহবান জানান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মুন্সি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিরাজুল ইসলাম, মোঃ ফোরকান হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ইমান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দল এর আহবায়ক মিজানুর রহমান মিলন পৌর যুবদলের আহবায়ক মেহেদী হাসান মুন্সি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply