মোঃ লোকমান হোসেন, ভান্ডারিয়া প্রতিনিধিঃ
রোববার উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভান্ডারিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদ, থানা পুলিশ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জেপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিকদল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর উদ্বোধনী বক্তব্য রাখেন। পরে থানা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে কুচকাওয়াজ প্রদর্শণ করা হয়। বিকেলে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং বীর মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সম্মাননা, সংবর্ধণা, প্রদান করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply