Amar Praner Bangladesh

ভান্ডারিয়ার শতাধিক হতদরিদ্র পরিবার বিনামূল্যে গাভী পেল

 

ভান্ডারিয়া প্রতিনিধি:

 

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলান ১শ ২৫ টি হতদরিদ্র পরিবার বিনামূল্যে গাভী পেল। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাইভলীহুডস্ টিপি এ গাভী বিতরণ করে।

 

আজ রবিবার ভান্ডারিয়া প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ওইসব পরিবারের গৃহীনিদের হাতে এ গাভী তুলে দেয়া হয়। এসময় ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুন কুমার শিকদার, এটিন বাংলার পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম মিলন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত এপি ম্যানেজার মানিক হালদার, সংস্থার প্রোগ্রামার অফিসার ফরিদুল ইসলাম, শিউলি কস্তা, শিশু সুরক্ষা অফিসার স্বপন ফোলিয়া, ফাইনান্স অফিসার ইসহাক বিশ্বাস প্রমূখ।