ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাদল খলিফা (৩৫) ও আজাদ হাওলাদার (১৯) নামের দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পিরোজপুর- মঠবাড়িয়া সড়কে চরখালী শহদী খা বাড়ীর মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
সেময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃদের মধ্যে উপজেলার নদমুলা গ্রামের এসকান্দার খলিফার ছেলে বাদল খলিফা ও দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মৃত আঃ সোবাহান হাওলাদারের ছেলে আজাদ। ভান্ডারিয়া থানার এস.আই কাইয়ুম হোসেন জানায় বাদল খলিফা দীর্ঘদিন মাদক ব্যবসায় করে আসছে তার কাছে ক্রেতা সেজে বাদাল কাছ থেকে ২০০ পিস ইয়াবা ক্রায়ের কথা জানালে ফাঁদ পেতে ইয়াবা ক্রায় করার সময় তাদেরকে পুলিশ আটক করে এসময় অন্য অরেক জন পালিয়ে যায়।
আটক কৃতদের কাছ থেকে ৩০ পিজ ইয়াবা উদ্ধার করা হয়। বাকী মাদক গুলি রাস্তায় ফেলে দেয় এসময় একটি ট্রাকে ওই ইয়াবা গুলি রাস্তায় ফিসে যায়। ভান্ডারিয়া থানা অফিসার ইন চার্জ মোঃ শাহাবুদ্দিন জানায় বাদল খলিফা একজন মাদক ব্যবসায়ী ইতিপূর্বে তিনি মাদকসহ বেশ কয়েক আটক হলেও জেল থেকে মুক্তি পেয়ে পুনরায় আবার মাদক ব্যবসায় জরি পরে। তার বিরুদ্ধে এস.আই কাইয়ুম হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬(১) স্মরনি ক্রমিক নং ১০(ক) ধারায় মামলা হয়। তাকে আজ শক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply