Amar Praner Bangladesh

ভান্ডারিয়ায় প্রবাসীর জমি দখলের চেষ্টায় আহত- ২

 

 

ভান্ডারিয়া প্রতিনিধি :

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রতিপক্ষ কর্তৃক এক প্রবাসীর জমি দখলের চেষ্টার ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছে।

আহতরা হলেন- রিপন কাজী (৪০) ও মোতালেফ হাওলাদার (২৪)। আহতরা ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

ভুক্তভোগী রিপন কাজীর অভিযোগে জানাযায়, উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের হুমায়ন হাওলাদার, হেমায়েত হাওলাদার,দুলাল হাওলাদার,রুস্তম হাওলাদার,আ: আজিজ হাওলাদার, শিমু বেগম,নেহারু বেগম ও ফোরকান হাওলাদার আমার প্রতিবেশী। জমিজমা নিয়ে তাদের সাথে আমার ভাই প্রবাসী এনামুল কাজীর সাথে বিরোধ রয়েছে। আমি আমার ভাইয়ের জমি দেখাশোনা করি। কিন্তু ২৫ জুলাই সকালে আমি ভাইয়ের জমিতে কৃষকদের নিয়ে কলাগাছ লাগাতে গেলে এ সময় উল্লেখিত প্রতিবেশীরা দেখতে পাইয়া দাও ও লাঠিসোটা নিয়ে বেআইনি ভাবে আমাদের উপর আক্রমন করে এবং আমাদেও এলোপাথারী পিটাইয়া শরিরের বিভিন্ন স্থানে জখম করা সহ ক্ষেতের কলা গাছ কেটে ২০ হাজার টাকার ক্ষতি করে।

এ সময় আমার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও নগত ১০ হাজার ৫ শ’ টাকা নিয়ে যায় প্রতিবেশী হাওলাদার। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।