Amar Praner Bangladesh

ভারতের কারাগারে আটকে থাকা জেলেদের দেশে ফিরিয়ে আনতে পাথরঘাটায় মানববন্ধন

 

 

মোঃ শাকিল আহমেদ, বরগুনা :

 

কারাগারে বন্দী ৪৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে পাথরঘাটায় মানববন্ধন করেন জেলেদের স্বজনরা ও এলাকাবাসি।

আজ সোমবার ২২ আগস্ট সকাল ১০ টার দিকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বিএফডিসির সামনের সড়কে।

গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ার কারনে সাগরে উত্তাল হয়ে অনেক ট্রলার ডুবির ঘটনা ঘটে এতে অনেক জেলে নিখোঁজ অবস্থায় রয়েছেন।

পাশাপাশি প্রচন্ড ঝড়ের কারনে জেলেরা ভারতের মধ্যে ঢুকে পড়ে। এপর্যন্ত পাওয়া তথ্যে ৪৪ জন জেলে ভারতে অবস্থান করছে।

মানববন্ধনে অংশ নেয় বরগুনা ট্রলার মালিক সমিতি, আড়ৎ সমিতি, পাইকার সমিতি, বিএপডিসি ঘাট শ্রমিক ইউনিয়ন সহ জেলে ও জেলে পরিবারের সদস্যরা। এ সময় তারা সরকারের উদ্যোগে জেলেদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

ভারতে কারাগারে বন্দী নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারসহ সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারী স্বজনরা ও এলাকাবাসী।