ভারতে প্রবল ভূমিধসে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী দু’টি বাস। দেশটির হিমাচল প্রদেশের মাণ্ডি জেলার এই দুর্ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
রবিবার গভীর রাতে মাণ্ডির কোটরূপী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন হিমাচল প্রদেশের পরিবহণ মন্ত্রী জিএস বালি। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত দু’টি বাসের মধ্যে একটি মানালি থেকে চাম্বা যাচ্ছিল। অন্য বাসটি মানালি থেকে জম্মুর কাটরা যাচ্ছিল।
রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় মাণ্ডি জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবেলা দল। সড়কের ২৫০ মিটার এলাকা জুড়ে তখন ছড়িয়ে ছিল দুর্ঘটনাগ্রস্ত বাস দু’টির ধ্বংসাবশেষ।
পরে উদ্ধারকাজের জন্য ডেকে পাঠানো হয় সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগে মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদের।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply