ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রাঘাতে খুন হয়েছেন ছোট ভাই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, আব্দুল আজিজের পুত্র রমিজ উদ্দিন ও আফাজ উদ্দিনের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে বাড়ীর পার্শে পাইকারের নিকট কিছু গাছ বিক্রি করে তাদের পিতা। ঘটনার দিন গাছের ডাল-পালা সংগ্রহ করতে যায় ছোট ভাই আফাজ উদ্দিন। এ সময় বড় ভাই রমিজ উদ্দিন এসে বাঁধা দেয়। পরে দু’জনের মধ্যে বাক-বিতন্ডার জের ধরে বড় ভাই ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় ছোট ভাইকে। পরে গুরুতর আহত হলে স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রোগীর অবস্থা নাজুক দেখে কর্তব্যরত ডাক্তার তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই হাসপাতাল প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার জন্য রোগীর লোকজনকে পরামর্শ দেয়। এ্যাম্বুল্যান্স যোগে ঢাকায় নেয়ার পথে সড়কে সন্ধার পর আফাজ উদ্দিন মারা যায়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় আফাজ উদ্দিনের স্ত্রী আছিয়া আক্তার বাদী হয়ে ভাসুর রমিজ উদ্দিন ও তার স্ত্রী নাজমি আরাকে অভিযুক্ত করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা(নং-০১) দায়ের করেছে। পুলিশ জানায় আসামী গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply