ভালুকা, (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদ সহ ৪ জুয়ারীকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। জানা যায়, রবিবার রাতে উপজেলার রাংচাপড়া গ্রামে মৎস্য খামারের একটি ঘরে জুয়ার আসরে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ডকাতিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদ (৪৫), হবিরবাড়ী ইউনিয়নের মফিজ মিয়া (৪৬), রাংচাপড়া গ্রামের হাফিজ আসাদ রুবেল (৩৫), একই গ্রামের গোলাম মৌলা (৩৬) কে আটক করে থানা পুলিশ।
সোমবার দুপুরে আটককৃত ৪ জুয়ারীকে আদালতে প্রেরণ করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আটককৃত ৪ জুয়ারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল জানান, আমার সভাপতির সাথে পরামর্শ করে হারুন অর রশিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply