ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
টয়লেটের পাইপ ভেঙ্গে তাতে দূর্গন্ধ ছড়িয়ে পড়ায় এবং এর প্রতিবাদ করায় মারধরের শিকার হতে হয়েছে এক পল্লী চিকিৎসককে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দক্ষিণ ডাকাতিয়া এলাকায়। এ ব্যপারে ভুক্তভোগী ওই চিকিৎসক স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দায়ের করেন। জানা যায়, দক্ষিণ ডাকাতিয়া এলাকায় পল্লী চিকিৎসক শাহজাহান সিদ্দিকী বাড়ির সীমানা সংলগ্ন রাস্তায় প্রতিবেশী মুহিবুল গং দের দেয়া টয়লেটের পাইপ ভেঙ্গে চলাচলে ব্যহত সৃষ্টি ও দূর্গন্ধ ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে ওই চিকিৎসক প্রতিবাদ করলে মুহিবুলরা বাড়িতে এসে হামলা ভাংচুর সহ তাকে বেধড় মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ ব্যপারে শাহজাহান সিদ্দিকী বলেন, দূর্গন্ধের কারণে বাড়িতে থাকা যায় না। বিষয়টি নিয়ে আমি মুহিবুলদের সাথে কথা বললে এক পর্যায়ে আমার বাড়িতে এসে হামলা ভাংচুর সহ আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি। দু’ পক্ষকে ডেকে সুরাহা করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply