ভালুকা প্রতিনিধি:
ভালুকা উপজেলার ভরাডোবা মৌজায় হাইটেক ক্লথিং লিঃ এর বিরোদ্ধে বে-আইনী ভাবে উজানের পানি নিষ্কাশনের রাস্তা ভরাট করে জলাবদ্ধতা সৃষ্টি করে মারাত্মক পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। এব্যপারে অর্ধশত ভূক্তভোগী প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) দিপায়ন দাস শুভকে অভিযোগটির তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। সহকারী কমিশনার ভূমি দিপায়ন দাস শুভ সার্ভেয়ার পাঠিয়ে সরেজমিনে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানাগেছে।
এ ব্যাপারে স্থানীয় এড. শফিকুল ইসলাম জানান, পানি নিষ্কাশনের রাস্তাটির উপর দিয়ে হাইটেক ক্লথিং লি: সীমানা প্রাচীর নির্মাণ করায় রাস্তাটি বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং প্রায় ৫০ একর জমি পানির নিচে। দ্রুত পানি নিষ্কাশনের রাস্তাটি বের না করলে এলাকার মানুষ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন, প্রশাসন তদন্ত পূর্বক ব্যবস্থা নিবে এ প্রত্যাশা এলাকার সাধারণ মানুষের। এদিকে হাইটেক ক্লথিং লিঃ এর মূল ফটকে গিয়ে নক করলেও গেইট না খুলায় কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply