প্রয়ত চলচিত্র নির্মাতা রাসেল আহমেদকে উৎস্বর্গ করে Lamp Entertainment BD Persent’s Video Fiction Silent Meker (সাইলেন্ট মেকার) নির্মিত হয়েছে। সাম্প্রতিক এই গল্প চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুন নির্মাতা হাবিবুর রহমান অন্তর। চিত্রগ্রহন করেছেন নবাগত শুভ মহিউদ্দিন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন, নবাগত অপেক্ষামান শুভ ও নুসরাত সহ আরো অনেকে। হাবিবুর রহমান অন্তর বলেন, এই গল্পে আমরা দেখিয়েছি একজন সৃজনশীল সিনেমা নির্মাতাকে তার স্বপ্ন পূরনের লড়াই করতে। আরো বলেন, আসলে এভাবেই সকল সৃজনশীল শিল্পী তার শিল্প নির্মানে লড়াই করে যেতে হয়। মাঝে মাঝে আমরা তাকে মেরেও ফেলী। ভিন্ন ধারার গল্পটি ২১ শে আগষ্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিট Entertainment BD অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায় মুক্তি পেয়েছে। আমাকে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে রাসেল আহমেদ, শুভ এবং পূলক আরো অনেকই, সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। জাতীয় টেলিভিশন বিতর্কিক ও অভিনয় শিল্পী পূলক সাইলেন্ট মেকার সম্পর্কে বলেন, এই ফিকশনটি নির্মিত হয়েছে আমাদের সমাজের সৃজনশীল নানা কলাকৌশলীদের স্বপ্ন পূরণ করার সময়কালীন বাধা-বিপত্তিগুলো নিয়ে সম্পূর্ণ ভিন্ন ধারার গল্প। সকল শ্রেনীর মানুষকে দেখার জন্য আমন্ত্রন জানাচ্ছি এবং তরুন নির্মাতাদের নতুন ধারার কাজ করার উৎসাহ দিতে সহযোগিতা করবেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply