আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলার গাবসার ইউনিয়নের ভুক্তভোগিরা। গতকাল সোমবার জুংগিপুর রুলিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সোহরাব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সোহরাব আলী প্রমুখ।
বক্তরা অভিলম্বে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। এভাবে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে আগামীতে কঠোর কর্মসুচি দেয়ার ঘোষণা দেয়া হয়।
এদিকে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৫টি বাংলা ডেজার ধ্বংস ও একটি ভেকুর ব্যাটারি জব্দ করেছে। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন এই অভিযান পরিচালনা করেন।
উপজেলার জগৎপুরা হতে রায়ের বাশালিয়া পর্যন্ত অভিযান চালিয়ে ৫টি ড্রেজার ধ্বংস করে। জগৎপুরা গ্রামের আব্দুর রহমান খান জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে শতশত বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং অসংখ্য স্থাপনা ও ফসলী জমি হুমকির মুখে রয়েছে। বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় আমরা বাঁধা দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংবাদে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply