(দ্বাদশ নির্বাচন: ভূঞাপুরে আ.লীগের দু’গ্রুপের প্রকাশ্যে দ্বন্দ্ব। ভূঞাপুরে এমপি-মেয়রের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে কড়া সমালোচনা!)
আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের কম্বল বিতরণ ও প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট প্রচারণার গাড়ি বহরে গোপালপুর উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি করেছে আওয়ামী লীগের দলীয় এমপি ও মেয়র গ্রুপ। এ নিয়ে ভূঞাপুর পৌর শহরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কাসহ উত্তেজনা বিরাজ করছে। বিশৃঙ্খলা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
গত সোমবার (৬ ফেব্রয়ারি) উপজেলার আলমনগর এলাকায় এমপি সমর্থকরা মেয়রের গাড়ি বহরে হামলার ঘটনার পর এমপির বিরুদ্ধে মিথ্যাচার করায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে সংসদ সদস্য ছোট মনিরের সমর্থকরা। বিক্ষোভ মিছিলে বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদকে বহিস্কার ও তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কড়া সমালোচনা করা হয়।
মেয়রের বিরুদ্ধে মিথ্যাচার ও কটুক্তিমূলক বক্তব্যের জবাবে তাৎক্ষণিক ভূঞাপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে মেয়রের সমর্থকরা এমপি ছোট মনিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে তারাও পাল্টা কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কিছুদূর গেলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে সেখানেই তারা পথসভা করে। সভায় বক্তারা এমপি ও তার সমর্থনপুষ্টদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন।
এরপর বিকাল ৪ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, গত সোমবার গোপালপুরের আলমনগর এলাকায় সংসদ সদস্য ছোট মনিরের নির্দেশনায় ওই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে আমার গাড়ি বহরে অতর্কিতভাবে হামলা চালায়।
তিনি আরও জানান, ওই হামলার ঘটনায় আমার কর্মী-সমর্থক ও সাংবাদিকসহ ১৫-২০ আহত হয়েছে। তার মধ্যে কয়েকজন ভূঞাপুর এবং টাঙ্গাইল হাসপাতালে ভর্তি রয়েছে। এক প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ভূঞাপুর থেকে এবার আমি দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছি। বিষয়টি এমপি মহোদয় মেনে নিতে পারছে না। তাই আমার বিভিন্ন কর্মসূচিতে তার ক্যাডার বাহিনী দিয়ে হামলা করছে। তার সমর্থকদের এমন নেক্কারজনক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply