ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার।
শুক্রবার (২২ মে) সকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা মোড়, ন্যাংরা বাজার, সিরাজকান্দি বাজার, পুনর্বাসন বাজার, পাথাইলকান্দি (যমুনা সেতু) বাজার এলাকায় শিশুসহ ৩’শ ৫০ জন পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ সামগ্রীতে ছিল সেমাই, চিনি, দুধ ও সাবান।
এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply