ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সরকারি নির্দেশনা অমান্য করে টাঙ্গাইলের ভূঞাপুরে ঈদের শপিং করতে এসে ৭ ক্রেতাকে জরিমানা গুণতে হয়েছে ৬ হাজার ২’শ টাকা। এছাড়াও প্রশাসনের নির্দেশনা তোয়াক্কা না করে মার্কেট খোলার অপরাধে ৬ মার্কেট দোকানীকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মে) সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।
তিনি জানান, ভূঞাপুর পৌর শহরের স্বাধীনতা কমপ্লেক্সের অমিয়া ফ্যাশন হাউজ, সততা গার্মেন্টস, হিরো ফ্যাশন, হাবিবুর রহমান গার্মেন্টস, গণেশ মোড় মিলন শপিং সেন্টার, কলেজ মার্কেটের আদিত্য-আরিত্য বস্ত্র বিতান কে বিভিন্ন অংকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও নির্দেশনা অমান্য করে মার্কেটে কেনা-কাটা করতে আসা ওই ৭ ক্রেতাকে ৬ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় বিক্রেতা ও শপিং করতে আসা ক্রেতাকে মোট ৯১ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply