আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে ভূঞাপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। নিহত গৃহবধূ সুমাইয়া (২১) গোপালপুর উপজেলার বড়শিলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে এবং ঘাতক রুবেল ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামের শুকুর আলীর ছেলে। ঘাতক স্বামী রুবেল (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। একটি ভাড়া বাসায় থাকতো রুবেল ও সুমাইয়া।
বুধবার (০৬ এপ্রিল) ভোররাতে পৌরশহরের ঘাটান্দী গ্রামে পারিবারিক কলহের জেরে এই খুন হয়েছে।
বাসার মালিক জানান, ৭দিন আগে তারা বাসায় উঠে। বাসায় আসার পর থেকেই তাদের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া লেগেই থাকতো। তাদের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply