ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকায় ঈদের ছুটি কাটাতে ভয় আর শঙ্কা নিয়ে বাড়ি ফিরছে মানুষ। বঙ্গবন্ধু সেতু দিয়ে যাত্রী চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গগামী হাজারো মানুষ মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকায় যমুনা নদীপাড় হচ্ছে। সুপার সাইক্লোন আম্পানের সতর্কতার কোন তোয়াক্কা না করে ভূঞাপুরের গোবিন্দাসী নৌঘাট দিয়ে গাদাগাদি করে নৌকা যোগে স্বপরিবারে ছোট ছোট শিশু ও নারী-পুরুষ গন্তব্যে যাচ্ছেন। আর এ সঙ্গে যাত্রীদের কাছ থেকে কয়েকগুন বেশি ভাড়া আদায় করছে নৌমালিকরা।
ভূঞাপুরের গোবিন্দাসী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিন জানান, মহাসড়ক দিয়ে লোকজন ট্রাক, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, ভ্যান ও পায়ে হেঁটে নৌঘাটে ভিড় জমাচ্ছে নদীপাড় হয়ে ওপারে যেতে। পুলিশ সতর্কাস্থায় রয়েছে, যাতে কেউ নৌঘাটে ভীড় জমাতে বা নদীপাড় হতে না পারে।
এ দিকে ঢাকা থেকে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন অথবা প্রাইভেটকার যোগে যাত্রীরা তাদের গন্তব্যেস্থলে পৌঁছাতে পারবে। উল্লেখ্য, নদী পাড় হতে গিয়ে সম্প্রতি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিখোঁজ হয়। পরে তাদের লাশ টাঙ্গাইল ফায়ার সার্ভিস উদ্ধার করে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply