ইসমাইল হোসেন বাবু,ভেড়ামারা, কুষ্টিয়:
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ এক ভারতীয় নাগরিককে আটক করেছে। শুক্রবার সন্ধ্যায় ভেড়ামারা শহরের শাপলা চত্ত্বর এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে পুলিশ।
ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, ভেড়ামাবাজার শাপলা চত্ত্বর থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে কোনো পাসপোর্ট এবং ভিসা পাওয়া যায়নি। আটককৃত শ্রী খুদ্দু লহড়া ভারতের ঝাড়খান্ড প্রদেশের রাচী জেলা রাতু থানার গুড়ু পোষ্ট এর হ্যাথা এলাকার মৃত জগলাল লহড়ার পূত্র। তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। আজ শনিবার সকালে সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply