Amar Praner Bangladesh

ভেড়ামারায় ১৭ মামলার আসামী বাবুল বিদেশী পিস্তলসহ গ্রেফতার

ইসমাইল হোসেন বাবু,ভেড়ামারা, কুষ্টিয়:
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে ১বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ বাবুল সর্দারকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভেড়ামারা, দৌলতপুর, লালপুরসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, মারামারি ও অস্ত্রমামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত বাবুল সর্দার ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের মৃত ওমর সর্দারের পুত্র।
জানাযায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম এসআই এমএ কুদ্দুস সহ সঙ্গীয় ফোর্স হাওয়াখালী নামক স্থানে অবস্থান নেয় । এ সময় বাবুল সেখানে পৌঁছালে ১টি বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভেড়ামারা থানা অস্ত্র আইনে মামলা  দায়ের হয়েছে।