ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে নতুন করে একই পরিবারের ছয়জনসহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মা-বাবা, দুই কন্যা, এক ছেলে, দাদি ও বাসার গৃহকর্মীসহ মোট সাতজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভৈরবে।
ভৈরবে এটি পারিবারিকভাবে আক্রান্ত হওয়ার দ্বিতীয় ঘটনা।
এর আগে শহরের কমলপুর এলাকার এক ব্যক্তি তার দুই মেয়েসহ আক্রান্ত হন। পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন থেকে সুস্থ্ হয়ে বাড়ি ফেরেন।
বৃহস্পতিবার রাতে তাদের পাঠানো নমুনা রিপোর্টে করোনা শনাক্ত হয়। রাতেই উপজেলা করোনা প্রতিরোধ কমিটি আক্রান্তদের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করে দিয়েছে।
আক্রান্তকারীদের মধ্য দু’জনকে শুক্রবার সকালে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং বাকি ৫ জনকে হোমকোয়ারেইন্টিনে রাখা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, গত বুধবার ৩৫ জনের নমুনা পাঠানোর পর বৃহস্পতিবার রাতে একই পরিবারের ৭ জনের পজিটিভ রিপোর্ট আসে। ভৈরবে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৯ জন এবং সুস্থ হয়েছে ৪৩ জন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply