নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের ২৭ রোডে বেইস ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা ভোগান্তির শিকার লোহার তৈরি কাটার অ্যাঙ্গেলে, শিল্প কলকারখানার ব্যস্ত নগরী গাজীপুর, গাজীপুরে বেশিরভাগই মানুষ গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে জীবিকা নির্বাহ করে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে গাজীপুরে।
গাজীপুরের রয়েছে দেশের সনামধন্য বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান, তার মধ্য অন্যতম বেইস ফ্যাশন লিমিটেড, কয়েক শতাধিক শ্রমিক কাজ করে, প্রতিষ্ঠানটির প্রবেশপথের পশ্চিম পাশে রয়েছে লোহার তৈরি কাটার অ্যাঙ্গেল, যে কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেইস ফ্যাশন লিমিটেডের কর্মচারীরা, কখনো লোহার কাটার অ্যাঙ্গেলে কেটে যাচ্ছে শ্রমিকদের হাত-পা, কখনো সেই লোহার কাটার অ্যাঙ্গেলে ছিড়ে যাচ্ছে শ্রমিকদের পোশাক, এমনকি শিপমেন্টের সময় কার্গোগুলোতে কাটন তুলতেও অসুবিধা হয় এই প্রতিষ্ঠানের লেবারদের।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, পাশের যে দেয়ালটি রয়েছে সেটির মালিক আবেদিন গ্রুপ, দেয়ালটির বাহিরের অংশে এজাতীয় কাটার অ্যাঙ্গেল দেওয়ার প্রশ্ন আসেনা, এ বিষয়টি প্রশাসনের মাধ্যমে উক্ত কাটার এঙ্গেল তুলে নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বেইস ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। আরো উল্লেখ থাকে যে বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একজন শিল্প বান্ধব সরকার, বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি করে যেমনি রাজস্ব আয় বাড়ছে ঠিক তেমনি বিশ্ব বাজারে সুনাম রয়েছে বাংলাদেশী পণ্যের, তবে কিছু অসাধু কর্মকর্তাদের কারণে এ জাতীয় কাজে লিপ্ত হয় বিভিন্ন প্রতিষ্ঠান, এরকম নিচু মন-মানসিকতার কর্মকর্তাদের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত সব শিল্প প্রতিষ্ঠানের মালিকদের, কারণ মালিকরা শ্রমিককে ভালোবেসে তাদেরকে বেতন বোনাস সহ বিভিন্ন উপহার সামগ্রী দেন প্রতিষ্ঠানের মালিকরা, শ্রমিকদের ক্ষতি হোক কিংবা কষ্ট পাক এমনটি চান না কোন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা, বেইস ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা আবেদীন গ্রুপের চেয়ারম্যানের এবং প্রশাসনিক সহায়তা চান এই কাটার অ্যাঙ্গেল তুলে নেয়ার জন্য।
Leave a Reply