মাহফুজুল ইসলাম প্রিন্স, বিভাগীয় ব্যুরো চীফ :
আজকাল বাজারে যেসব চিপস বিক্রয় হয় কেউ কি তার গুনগত মানের খবর রাখেন? সংশ্লিষ্ট কতৃপক্ষ কি কোনরকম খোঁজ খবর না নিয়েই বি এস টি আই এর সিলমোহর বসিয়ে দিচ্ছে! এমন মরণ খেলার স্বীকার হচ্ছে শিশুরা । বাহারী রঙ্গের মোড়কের ভেতরে বিষাক্ত খাবার সাধারন ক্রেতাদের হাতে পৌঁছানোর ধৃষ্ঠতা কারা দেন? দেশব্যাপী কত সর্বনাশীরা শুধুমাত্র বাণিজ্যিক কারনেই কোমল মতি শিশুদের টার্গেট করে কোটি কোটি হাতিয়ে নিচেছ আর কতিপয় নামধারী কমকর্তা কর্মচারী সংশ্লিষ্ঠতা এর সুবিধা ভোগ করে দেদাড়ছে সহযোগীতা অব্যাহত রাখছে। এমন একটি চিপস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম “ চমক”। রংপুর জেলা কাউনিয়া উপজেলায় সন্ধান মেলে
প্রতিষ্ঠানটির। প্যাকেট খুললেই নিশ্চিত উপহার মোড়ক সম্বিলিত চমক, চিপসের ব্যতিক্রম চমক পাঁচ টাকার কয়েন প্রাণ কোম্পানির নকল মোড়কে প্রাণ চকলেট (অধিকাংশ খালি )। সরেজমিনে, তদন্ত করে দেখা গেছে যে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেলে তৈরি হচ্ছে এই চিপস। প্রতিষ্ঠানের মালিক আতাউর এর কাছে জানতে চাওয়া হলো চমকদার মোড়ক চিপস্ ও চকলেট কোথা থেকে আসে?উত্তরে জানা গেলো কুমিল্ল থেকে । রংপুর বিভাগ জুড়েই তার পন্ন বাজারজাত করছে বলে তিনি জানান। চিপস্ এর প্যাকেটে পাঁচ টাকার কয়েন অনুমতি কোথায় পেলো এমন প্রশ্নের জবাবে কিছু সময় চুপ থেকে বল্লেন সব প্যাকেটে তো নেই। কিছু কিছু প্যাকেটে পাঁচ টাকার এই ধাতব মুদ্রা আছে। পাঁচ টাকা মূল্যের চিপস্ এর ভিতরে পাঁচ টাকার ধাতব কয়েণ! কত কত শিশুর জিবন ধ্বংশকারী এই চিপস্ দেশব্যাপী বাজারজাত করা হচ্ছে অহরহ। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরগুলো আশু পদক্ষেপ না নিলে কত শত জিবন হুমকীর মুখে হা অবশ^ই ভাবতেই হবে। আরীফা ফুড প্রডাক্টস এর ব্যানারে তৈরি হচ্ছে চমকদ্বার “ চমক” চিপস্। সর্বনাশা এ ব্যাবসা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার দ্বাবী স্থানীয়দের ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply