Amar Praner Bangladesh

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী ও তার প্রেমিক নিহত

 

 

বিনোদন ডেস্ক :

 

সড়ক দুর্ঘটনায় মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে ও তার প্রেমিক নিহত হয়েছেন।

সোমবার ভারতের গোয়ায় এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।

আগামী মাসে প্রেমিক শুভম দাদগেরের সঙ্গে বাগদান হওয়ার কথা ছিল ঈশ্বরী দেশপাণ্ডের। গত বুধবার দুজন ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়ায়।

সেখান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় শিকার হয়ে তারা প্রাণ হারান।

সোমবার ভোরে আরপোড়া এবং হাদফাদে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারায় তাদের গাড়ি। এরপর ওই গাড়িটি বগা ক্রিকের মোহনায় গিয়ে পড়ে। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।