নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত চার জনের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ চারটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৮ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। যে চার জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে, তারা হলেন— আবুল কাশেম মোল্লা, মোস্তাফিজুর রহমান, স্বপন ও রুহুল আমিন নোমান।
ঢামেক ফরেনসিক বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিটি মরদেহেরই পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন স্থানে ছিল জখমের চিহ্ন। শরীরের বিভিন্ন জায়গায় ভাঙা কাঁচ বিঁধে গিয়েছিল। এ কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে। তাদের শরীরে কিছু অংশ আগুনে দগ্ধও হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply