রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ার ঘটনাটি ঘটে। আহত অবস্থায় হাতিরঝিল থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুড় ১টার দিকে মারা যান।
এনামুল হক আরও জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ভবঘুরে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরবর্তী ব্যবস্থার জন্য ঢাকা রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ব্যক্তির পরনে নীল শার্ট ও ময়লাযুক্ত চেক লুঙ্গি ছিল।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply