পিরোজপুর প্রতিনিধি :
সাংবাদিক জুলফিকার আমীন সোহেলের কন্যা ৪র্থ শ্রেনীর ছাত্রী ঊর্মি (১০) হত্যার রহস্য উৎঘাটন ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
সোমবার সকালে শহীদ মিনার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাজনৈতিক দলের নের্তৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মিয়া মো. ফারুক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ও মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, মোস্তফা শাহ আলম দুলাল, আ’লীগ নেতা আরিফ-উল-হক, পৌর বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সাংবাদিক সামসুদ্দোহা প্রিন্স, পৌর ছাত্রলীগের সভাপতি তৌহিদ আহমেদ মাসুম, নিহতের পিতা সাংবাদিক জুলফিকার আমীন সোহেল প্রমুখ।
উল্লেখ্য, দৈনিক সরেজমিন পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল মঠবাড়িয়ার কন্ঠের নির্বাহী সম্পাদক জুলফিকার আমীন সোহেলের ছোট মেয়ে উর্মি’র নিখোঁজের দুইদিন পর গত ২৩ জুলাই বাড়ির নিকটবর্তী বাগানের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply