নিজস্ব সংবাদদাতা:
চাঁদপুরের মতলব উত্তরের চরাঞ্চলে ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে মসজিদসহ প্রায় ৪০ টি বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।
শনিবার (৪ মে) ভোর পৌনে ৪টার দিকে ফণী’র ঝড়ো বাতাসে বোরোচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘরে থাকা আসবাবপত্রও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. জাফর উল্লাহ জানান, রাত ৩ টার দিকে জড়ো বাতাস বইতে থাকে। বাতাসের সাথে বৃষ্টিও হয়েছে। এই ঝড়ে ওযার্ডের প্রায় ৪০ টি বসতঘরের চাল, বেড়া তছনছ হয়ে যায়। পুরো ওযার্ডের ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে।
তিনি আরো জানান, একটি টিনশেড মসজিদের চালা উড়ে যায়। আর এ পর্যন্ত ৪০ টি বসতঘর ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। এছাড়াও রান্না ঘর-গোয়ালও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা সানাউল্লাহ মাস্টার জানান, ফণী’র ঝড়ে ঘর বাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বসতঘর, রান্নাঘর, টিনের মসজিদ, বাজারের দোকানপাট উড়িয়ে নিয়ে গেছে। ঘরে থাকা খাট, সুকেস, আলমিরাসহ ফার্ণিচার ব্যাপক ক্ষতি হয়েছে। রাত ৩টার দিকে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়। যাদের ঘর ঝড়ের কারনে উড়ে গেছে তারা আপাতত প্রাইমারি স্কুলে আশ্রয় নিয়েছে।
উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুছাদ্দেক হোসেন মুরাদ বলেন, ইউনিয়নের বোরোচর এলাকায় রাতে ঝড়-তুফানে অনেক ঘর-বাড়ি উড়িয়ে নিয়ে গেছে। নির্দিষ্ট ক্ষতির পরিমাণ বলতে পারছি না, তবে তালিকা করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে। পরবর্তীতে আমরা ঘর তোলার জন্য সহায়তা করবো।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply