রবিবার, ০৪ জুন ২০২৩, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকার স্বনামধন্য সম্পাদক তাসমিমা হোসেনের সাথে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সৌজন্য সাক্ষাৎকার। ফুল ও ছবির অ্যালবাম উপহার পেয়ে তাসমিমা হোসেন অত্যন্ত খুশি হোন। এসময় উভয় পত্রিকার অনেক সাংবাদিক ও কলাকৌশলীরা উপস্থিত ছিলেন। সমসাময়িক দেশের রাজনীতি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ছবি- প্রাণের বাংলাদেশ। পূবাইল প্রেসক্লাবের কমিটি গঠন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগকারীদের কারনে গ্যাস সংকটে বৈধ গ্রাহকরা নারায়ণগঞ্জ রূপগঞ্জ এলাকার শীর্ষ সন্ত্রাসী মোশারফ বাহিনীর প্রধান মোশারফ অস্ত্রসহ গ্রেপ্তার গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরী ২৪ হাজার টাকা ঘোষনার দাবিতে র‍্যালি ও সমাবেশ গাজীপুরে বিদেশ পাঠানোর কথা বলে গৃহবধূকে ধর্ষণ  গুলশান-বনানীতে স্পা সিন্ডিকেটের পক্ষ নিয়ে প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশে কারা আইন শৃঙ্খলা রক্ষার্থে নজরদারির লক্ষ্যে নব উদ্যোগ তজুমদ্দিন থানার চৌকস পুলিশ অফিসার ওসি মুরাদের তাহিদুল ইসলাম ঝন্টু জনগণের সমর্থন নিয়ে খালিশপুর ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর হতে চায় অবশেষে সাংবাদিক লোকমান হোসেন ও রুহুল আমীন হাওলাদারের সৃষ্ট মামলা নিষ্পত্তি হলো রোয়েদাদ নামায়

মনোহরদীতে জেলা প্রশাসকের শস্য বীজ, চারা ও খামারীদের মাঝে গরু বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২০ Time View

 

 

মোঃ তাজুল ইসলাম বাদল, মনোহরদী :

 

নরসিংদীর মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম, ফেজ-২ প্রকল্প ( এন.এ.টি.পি-২) এর আওতায় এ.আই.এফ-২ উপপ্রকল্পের মাধ্যমে মনোহরদীর লেবুতলা ইউনিয়ন পরিষদ চত্বরে নোয়াকান্দী গ্রামের গরু হৃষ্টপুষ্টকরণ সিআইজি সমবায় সমিতির সদস্যদের মাঝে শংকর জাতের ষাঁড় গরু বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবু নঈম মোহাম্মদ মারুফ খান বিজ্ঞ জেলা ম্যাজিষ্টেট ও জেলা প্রশাসক নরসিংদী।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ মাহফুজ উদ্দিন ভুইয়া প্রাণিসম্পদ কর্মকর্তা মনোহরদী,কৃষিবিদ রুনা আক্তার কৃষি কর্মকর্তা মনোহরদী উপজেলা, লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ ভাইস চেয়ারম্যান মনোহরদী উপজেলা পরিষদ, আফরোজা সুলতানা রুবি মহিলা ভাইস চেয়ারম্যান মনোহরদী উপজেলা পরিষদ,ইসরাত জাহান সহকারী কমিশনার ভূমি মনোহরদী, ফরিদ উদ্দিন অফিসার ইনচার্জ মনোহরদী থানা,মো. জাহিন শাকিল ভূইয়া প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মনোহরদী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন আকন্দ, গোলাম মোস্তফা খসরু মাষ্টার সভাপতি লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রকল্পের খামারীগণ।

জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথির বক্তব্য বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কৃষি ও প্রাণিসম্পদের উপর পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়েছেন আজকে যেসকল উপকরণ এবং গরু বিতরণ করা হয়েছে তা আপনারা যথাযথ ভাবে ব্যবহার ও পালন করবেন। মনে রাখবেন আপনাদের জন্যই দেশে সুফল বয়ে আনছে। উন্নত হচ্ছে দেশ। এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া জানান,উক্ত প্রকল্পের আওতায় লেবুতলা ইউনিয়নে ০৩ টি সিআইজি সমবায় সমিতিতে মোট ৯০ জন খামারী রয়েছে। এই ৯০ জন খামারীকে বিগত সময়ে গরু মোটাতাজাকরণে প্রশিক্ষণ প্রদান করা হয়।

তাছাড়া গবাদিপশুকে বিনামূল্যে কৃমিনাশক, টিকা প্রদান ও খাদ্য প্রদান করা হয়েছে। এই প্রকল্পের আওতায় মনোহরদী উপজেলাতে ১টি পৌরসভা ১২ টি ইউনিয়নে মোট ৩৬ টি সিআইজি সমবায় সমিতি রয়েছে। মোট ১০৮০ জন খামারীরা যাবতীয় সুযোগ সুবিধা পাচ্ছে। খামারিদের সচ্ছলতা ফিরিয়ে আনতে কয়েকটি ইউনিয়নের মধ্যে মোট ২২ টি শংকর জাতের ষাঁড় গরু ও বকনা গরু বিতরণ করা হয়। ইতিমধ্যে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তর সারা দেশে মোট ১ লক্ষ ৮০ হাজার খামারীকে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার ।

ইতিমধ্যে ৫৫০০ টি প্রোডিউসার গ্রুপ গঠন করা হয়েছে। এর মধ্যে ২০২২-২৩ অর্থ বছরের মনোহরদী উপজেলাতে ০৪ টি ইউনিয়নে প্রোডিউসার (পিজি) গ্রুপ গঠন করা হয়েছে, বাকী ৮ টি ইউনিয়নে প্রোডিসার (পিজি) গ্রুপ প্রক্রিয়াধীন। প্রতিটি প্রোডিউসার গ্রুপ ০১ টি লাইভস্টক ফার্মাস ফিল্ড স্কুল গঠন করা হবে।

আশা করি, আগামী অর্থ বছরে অত্র উপজেলায় প্রতিটি ইউনিয়নে প্রোডিউসার (পিজি) গ্রুপ গঠন করতে সময়ের ব্যাপার মাত্র। ইতোমধ্যে মাংস উৎপাদনে মনোহরদী উপজেলায় স্বয়ংসম্পুর্ণতা অর্জিত হয়েছে। দুধ উৎপাদনে কিছুটা ঘাটতি রয়েছে, এই ঘাটতি মিটানোর জন্য প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প দিনরাত কাজ করছে এবং এই প্রকল্পের আওতায় চন্দনবাড়ী ডেইরী পিজি, শুকুন্দী ডেইরি পিজি ও সৈয়দেরগাঁও ডেইরি পিজি গঠন করা হয়েছে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২শত কৃষকের মাঝে শস্যবীজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। পরে প্রধান অতিথি একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সামাজিক সচেতনতামূলক সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়