মোঃ তাজুল ইসলাম বাদল :
আজ ৯ই মার্চ রোজ বৃহস্পতিবার ২০২৩ ইং নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন এল.কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে প্যারেড সহ বিভিন্ন ধরনের খেলা ধুলা অনুষ্ঠিত হয় এবং বিশেষ ভাবে স্বাধীনতা যুদ্ধের পাক হানাদার বাহিনীর নির্মমতার, বর্বর তার কিছু চিত্র তুলে ধরেন ডিসপ্লের মাধ্যমে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সারা দিয়ে বীর বাঙালি মুক্তিযোদ্ধারা কি ভাবে যুদ্ধ করে পাক হায়ানাদের কবল থেকে দেশকে মুক্ত করেছিলেন তার চিত্র অত্র স্কুলের ছাত্র ছাত্রীরা, ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ মানস রঞ্জন চক্রবর্তী (সভাপতি- বিদ্যালয় পরিচালনা পর্ষদ।)
সভাপতি- জনাব আতিকুল্লাহ (প্রধান শিক্ষক এল,কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়), উদ্ভোধক- জনাব ডাঃ এম, এইচ, কবির (হোমিওপ্যাথ,ঢাকা ও কো অপ্ট সদস্য বিদ্যালয় পরিচালনা পর্ষদ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তি যোদ্ধা জনাব মোঃ রমিজ উদদীন মাস্টার, ভাঃ সভাপতি খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব খোরশেদ উদদীন মাস্টার সাবেক প্রধান শিক্ষক অত্র স্কুল ও সাবেক, সাধারণ সম্পাদক খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
বাবু তাপস রঞ্জন চক্রবর্তী, অত্র স্কুল পরিচালনা পর্ষদ। জনাব,আতিকুল্লাহ, ( সদস্য সচিব বিদ্যালয় পরিচালনা পর্ষদ) জনাব জালাল উদ্দীন মাষ্টার (সাবেক সহ শিক্ষক অত্র বিদ্যলয়)।
অনুষ্ঠান সহযোগিতায় মোঃ সাহাব উদদীন (সাবেক মেম্বার ও সাবেক ছাত্র অত্র বিদ্যালয়), সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায়ঃ বিদ্যালয় পরিচালনা পর্ষদ)। আরও উপস্থিত ছিলেন, অত্র এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গসহ অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply