মো: লোকমান হোসেন, ভাণ্ডারিয়া প্রতিনিধি :
ভারতে মহানবী হজরত মোহাম্মদ সা:-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দলমত নির্বিশেষে সাধারণ মুসল্লিরা (১০ জুন) বাদ জুমা শহরের বিভিন্ন এলাকা থেকে ভাণ্ডারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জড় হয়ে বিক্ষোভ মিছিল বের করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সার্কিট হাউস মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় মুহুর্মুহু ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এতে বক্তব্য রাখেন- ভাণ্ডারিয়া বড় মসজিদের ঈমাম ও খতিব মাওলানা জাকারিয়া আল ফরিদী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: এহসাম হাওলাদার, ভাণ্ডারিয়া বন্দর ব্যবসায়ী বাদশা জোমাদ্দার, মাওলানা জাকারিয়া আল কাসিমী, মাওলানা মানসুর আহমদ প্রমূখ।