মোঃ আবদুল আউয়াল সরকার:
জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্বরণের মধ্য দিয়ে মারুফুল কুরআন হিফজ মাদ্রাসার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণ সবক প্রদান আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১ টায় বাড়ি নং- ৩, ব্লক- ইউ, সেকশন নং-৪, হাউজিং এস্টেট কুমিলায় মাদ্রাসা প্রাঙ্গনে মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মোঃ শামসুল ইসলাম জিলানী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সিনিয়র বিচারক ও অনুষ্ঠানের প্রধান বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মোহাম্মদুলাহ খাঁন, কুমিলা সিটি কর্পোরেশন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ আফসান মিয়া, সাবেক কাউন্সিলর এডভোকেট মোঃ শওকত আকবর, পিয়ারলেস ম্যাট্স এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আব্দুল আউয়াল সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আলমগীর হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠান শেষে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রংধনু শিল্পগোষ্ঠী কুমিলা শাখার সিনিয়র পরিচালক শাওন আহমদ শাফী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ দেশ স্বাধীন হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে। তার নেতৃত্বে সেদিন দেশের মুক্ত চিন্তা ও সা¤প্রদায়িকতা বিরোধী আপাময় জনতা একতাবদ্ধ হয়েছিল এ স্বাধীনতার সুফল পেতে এবং দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ অর্জন সহ দেশের সার্বিক উন্নয়নে আজকে আমাদের অসা¤প্রদায়িক ও স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে এক হতে হবে। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। এটি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মাথা উচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply