(ফকিরহাটের মহাসড়কে নেই কোন গতিরোধ, নেই স্পিড ব্রেকার, নেই জেব্রা ক্রসিং)
মেহেদি হাসান নয়ন, বাগেরহাট :
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা বিশ্বরোড মোড় এলাকায় মহাসড়কে নেই কোন (স্পিড ব্রেকার)নেই জেব্রা ক্রসিং ফলে ঝুঁকি নিয়ে সড়কটি পারা-পার হচ্ছে পথচারীরা, এতে অনেকে দুর্ঘটনার কবলে পরে জীবনের সাথে যুদ্ধ করে হার মেনে যাচ্ছে , ঝরছে যাচ্ছে তরতাজা প্রাণ, জীবনের ঝুঁকি নিয়ে পারা-পার হচ্ছেন সড়কে চলাচল করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এ যেন একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে জেলার মহাসড়কটি।
পদ্মা সেতু চালু হাওয়াতে খুলনা টু মাওয়া মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা বাড়ছে যানবাহন চলাচল, চোখের নিমিষে হারিয়ে যাচ্ছে বড় বড় যান্ত্রিক বাহন, রাজধানীর শহর ঢাকা থেকে দক্ষিণাঞ্চল খুলনা আসার একটি মাএ মহাসড়কে যেখানে গত ৬ মাসে ফকিরহাট উপজেলার ২ থেকে ৫ কিলোমিটার এর ভিতরে আনুমানিক ৫০ জনের বেশি মানুষের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, এবং শতাধিক পথচারী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে দিন কাটাচ্ছেন, শুধু তাই নয় গত ৭ মে ২০২৩ সোমবার দুপুরে ফকিরহাট বিশ্বরোড মোড়ের দুইপাশে গাড়ি পার্কিংয়ের কারনে বিশ্বরোড পার হতে যেয়ে দ্রুতগামী গাড়ি না দেখতে পেয়ে ৮ মিনিটের ব্যাবধানে ২টি মর্মান্তিক দুর্ঘটনায় ৪জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাই সচেতন মহলের দাবি অতি দ্রুতই সড়ক ও জনপথ বিভাগ জেলার ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় জেব্রা ক্রসিং সহ(স্প্রিড ব্রেকার) নির্মাণ করে, যানবাহন চলাচল গতিরোধ না করে। তাহলে যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনার কবলে পড়বে পথচারী সহ আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ।
সরেজমিনে যে দেখা যায় খুলনা-মাওয়া মহাসড়কে সব সময়ই চলাচল করছে বেপরোয়া গতির বাস, ট্রাক,মোটর ইঞ্জিন, তিন চাকার গাড়ি সহ ভাড়ী যানবাহন দেখার যেন কেউ নেই, তবে বিভিন্ন কাউন্টারে যাত্রীর জন্য লোকাল বাস,সহ বিভিন্ন পরিবহন, লোড করা ট্রাক, সড়কের দু’পাশে অবৈধ ভাবে পার্কিং করায় করায় এমন দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে মনে করেন সড়কে চলাচল করা পথচারীরা।
ফকিরহাট উপজেলার চৌরাস্তা বিশ্বরোডে জেব্রা ক্রসিং বা (স্পিড ব্রেকার) না থাকায় যানবাহন গুলো যেন কোন কিছুর তোয়াক্কা না করেই বেপরোয়া গতিতে চলাচল করছে। কিন্তু আঞ্চলিক মহাসড়কের আইনে(স্পিড ব্রেকার)উঠিয়ে দিলে গতিরোধ ও জেব্রা ক্রসিং থাকলে ও এবছর রাস্তায় নতুন কার্পেটিং করায় এখন তার কোন চিহ্ন নেই।
মহাসড়কে চলাচল গতিরোধ না থাকায় হতাশা প্রকাশ করে পথচারী মকবুল মিয়া বলেন, আমাদের বিশ্বরোড চৌরাস্তা মোড়ে দিনে লাখো মানুষের চলাচল রূপসা থেকে বাগেরহাট পথে এ মহাসড়কটি পারাপার হতে হয়। অবৈধ ভাবে ট্রাক পার্কিং করে পরিবহনগুলো কাউন্টারে যাত্রী তুলতে দাঁড়িয়ে থাকে, রাস্তার দু’পাশ ভালভাবে দেখা যায় না, হঠাৎ দেখি দ্রুতগামী বিভিন্ন ট্যুরের গাড়ি আর বড় মালবাহী যানবাহন দ্রুত চলে আসে অনেক যাত্রী, শিক্ষার্থী,পথচারী না দেখে রাস্তা পারা-পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই আমি মনে করি এ দুর্ঘটনা কবলে থেকে এড়াতে বাগেরহাট জেলা প্রশাসক এবং সড়ক ও জনপদ বিভাগের কাছে অনুরোধ করবো সড়কে চলাচল করা যাত্রী,শিক্ষার্থী, সহ পথচারীদের ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে নিরসন পেতে অতি দ্রুত( স্পিড ব্রেকার)সহ জেব্রা ক্রসিং তৈরি করে দেওয়া হোক। সড়কের যানজট মুক্ত করা হোক।
একই বিষয়ে চলাচল করা আরেক পথচারী আল আমিন বলেন, আমাদের বিশ্বরোডে কোনো স্প্রিড ব্রেকার নেই এটায় আমাদের জন্য খুবই বিপদ জনক বিভিন্ন পথচারী,যাত্রীরা ভয়ে নিয়ে রাস্তা পারা-পার হয়। আমি নিজেই এর ভুক্তভোগী, কিছু দিন আগে আমি মোটর সাইকেলে রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনার শিকার হই। ডানপাশে পরিবহন যাত্রী তুলতে দাঁড়িয়ে ছিল আমি রাস্তার দু’পাশ না দেখে পেয়ে একটু সামনের দিকে গেলে একটি মাইক্রোবাস আমাকে ধাক্কা দেয়, এবং আমি গুরুতর আহত হই। তাই বিশ্বরোড এলাকায় (স্প্রিড ব্রেকার)সহ জেব্রা ক্রসিং ও পরিবহন কাউন্টার অপসরণ না করলে দ্রুতগামী যানবাহন বেপরোয়া গতিতে এসে যে কোনো ধরনের দূর্ঘটনা ঘটাতে পারে। আমি সড়কের উর্দ্ধতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসন কে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।
ফকিরহাট উপজেলা নির্বাহি অফিসার মারুফা বেগম নেলী বলেন,ফকিরহাট বিশ্বরোড এলাকায় অবৈধ গাড়ী পার্কিং,অতিরিক্ত স্পিডে চলা যানবাহন মোবাইল কোর্টের মাধ্যমে সতর্ক করে জেল জরিমানা করছি, এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। বিশ্বরোডের চৌরাস্তা মোড়ে সড়ক দুর্ঘটনায় এড়াতে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সড়ক ও জনপথ বিভাগের সাথে আজকেই কথা বলবো এবং এ সাপ্তাহের ভিতরে ব্যবস্থা গ্রহণ করব।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আঞ্চলিক মহাসড়কে স্প্রিড ব্রেকার দেওয়ার নিয়ম নাই তবে আমার আইনশৃঙ্খলা মিটিংয়ে সড়ক দুর্ঘটনা বিষয়ে আলোচনা করেছি সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলে সড়কের পথচারীরা যাতে নিরাপদে পারাপার হতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্বরোড চৌরাস্তা মোড় এলাকায় মহাসড়কে যানজট মুক্ত করতে আমাদের অভিযান পরিচালনা করা হবে,অতি দ্রুতই জেব্রাক্রসিং নির্মাণ করার চেষ্টা করছি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply