Amar Praner Bangladesh

মহিষবাথান যুব সমাজের উদ্যোগে মোজাম্মেল হক বাচ্চু চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

 

 

মোমিনুল ইসলামঃ

 

মাদারগঞ্জ উপজেলা কড়ইচড়া ইউনিয়ন মহিষবাথান যুব সমাজের উদ্যোগে মোজাম্মেল হক বাচ্চু ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩ ঘটিকায় মহিষবাথান রসূল. মনির উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জুলফিকার হায়দার (সিজার )অবসরপ্রাপ্ত পরিচালক সমাজসেবা অধিদপ্তর ঢাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাজু পারভেজ, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মাদারগঞ্জ উপজেলা শাখা ও চেয়ারম্যান ৩ নং গুনারীতলা ইউনিয়ন পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঃ রকিব (আবলু মেম্বার), সভাপতি মহিষবাথান রসূল.মনির উচ্চ বিদ্যালয় , অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আরিফ, টুর্নামেন্ট এর সাধারণ সম্পাদক, রাশেদুল হাসান লাজু।

অত্র ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দুজ্জামান। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী সহ বিভিন্ন স্থান থেকে আসা দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় অংশগ্রহণ করেন ইসলামপুর উপজেলা বনাম মাদারগঞ্জ উপজেলা। নির্ধারিত খেলায় উভয় উপজেলা ০১-০১ গোল করে। পরবর্তীতে ট্রাইব্রেকারে ইসলামপুর উপজেলা ০৪ বনাম মাদারগঞ্জ উপজেলা ০২ গোল করে।ধারাভাষ্যকার, হিসেবে উপস্থিত ছিলেন, আনিছুর রহমান।