Amar Praner Bangladesh

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

 

 

নিজস্ব প্রতিনিধিঃ

 

মাগুরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

রবিবার (৩ এপ্রিল) মহম্মদপুর উপজেলার কানুটিয়া বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- মহম্মদপুর উপজেলার আওনাড়া গ্রামের ছালাম মোল্যার ছেলে রাব্বি (২২) ও একই উপজেলার বিনোদপুর গ্রামের রশিদ মোল্যার ছেলে জসিম (২৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি যাত্রীবাহী বাস মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া নামকস্থানে একটি ইজিবাইকে ধাক্কা দিয়ে বাস ও ইজি বাইক সড়কের পাশে পড়ে গেলে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এই সময় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন জানান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কর্মকর্তা মাসুদ সরদারের নেতৃত্বে সড়ক দুর্ঘটনা স্থলে গিয়ে গুরুত্বর আহতদের ৪ জনকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক রাব্বি ও যাত্রী জসিমকে মৃত ঘোষণা করে। এ সময় নির্মল বিশ্বাস (৪৫) আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল পাঠানো হয়েছে। বেবি নাজনিন (৩৮) কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।