Amar Praner Bangladesh

মাদক পরীক্ষা করিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ

 

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন জানিয়েছেন, তিনি মাদক পরীক্ষা করিয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিওতে বন্ধুদের সঙ্গে নাচতে ও গাইতে দেখা যায় সানা মারিন। ভিডিওটি প্রাথমিকভাবে ইনস্টাগ্রাম স্টোরিজে আপলোড করা হয়েছিল। পরে এটি ফাঁস হয় এবং ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ফাঁস হওয়ার পর বিরোধীরা তার তীব্র সমালোচনা শুরু করেছে। বিরোধীদলীয় এক নেতা সানা মারিনের মাদক পরীক্ষার দাবিও করেছেন।

সানা মারিন জানিয়েছেন, প্রকাশিত ভিডিও ফুটেজের পরিপ্রেক্ষিতে তিনি মাদক পরীক্ষা করেছিলেন।

তিনি বলেছেন,‘জীবনে আমি কখনো মাদক সেবন করিনি।’

একটি প্রতিবেদন অনুসারে, পার্টিতে বেশ কিছু পরিচিত ফিনিশ ব্যক্তিত্বকে দেখা গেছে। এদের মধ্যে সানা মেরিনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য ইলমারি নুরমিনেন ছাড়াও জনপ্রিয় গায়ক, প্রভাবশালী, ইউটিউবার এবং রেডিও ও টিভি উপস্থাপকরা ছিলেন।