সাদিয়া সাদি রাজৈর মাদারিপুর প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে কলাবাড়ি নামক স্থানে মাহফিলের যাত্রীবাহি বাস খাদে পড়ে ৮ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্ততপক্ষে আরো ৫০ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাবি হাওলাদার (৫০), আব্বাস খান (৩২), হাসিয়া বেগম (৬৫), হাসান (১৪), আক্কাস (৪০), নয়ন (২৭), সায়েম (২৫)। আরেক জনের নাম জানাযায়নি। এদের সবার বাড়ি সদর উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায়।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ফরিদপুরের চন্দ্রপাড়া এলাকায় মাহফিল শেষে মাদারীপুর সদরের ভাঙ্গাবীজ এলাকায় ফিরছিলেন মুসল্লিরা। সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পরে মারা যায় আরো ৪ জন। আহত হয় অন্তত অর্ধশত। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত ও আহতদের মধ্যে অধিকাংশই মাদারীপুর জেলার বাসিন্দা।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুর্ঘটনায় ৮ জন নিহত হলেও এর সংখ্যা বাড়তে বাড়ে।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, ‘দুর্ঘটনায় এই পর্যন্ত ৮জন নিহত হয়েছেন। আহত আছেন অর্ধশত। নিহতের সংখ্যার বাড়তে পারে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply