মো.মিরাজ:
মাদারীপুরের শিবচরে ভাড়া বাসা থেকে মা ও শিশু পুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামে (পাওয়ার হাউজ মোড়ে) আহম্মেদ চৌকদারের ভাড়া বাসায় লাল্টু মিয়া, স্ত্রী রেবা বেগম ও ২ সন্তান নিয়ে ভাড়া থাকতেন।
বুধবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট সময় পাশের বাড়ির মহিলারা বারবার ডেকেও সাড়া না পেয়ে জানলা দিয়ে দেখতে পায় রেবা বেগমের লাশ ফ্যানের সাথে ঝুলছে ও শিশু রাইয়ান বিছানায় পড়া। ওই মহিলাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সোনাহর আলী শরীফ এর নেতৃত্বে ওসি জাকির হোসেন মোলা, ওসি (তদন্ত) আনোয়ার হোসেনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন। রাত আনুমানিক ৯টার দিক পুলিশ দরজা ভেঙ্গে রেবা বেগমের ঝুলন্ত লাশ ও রাইয়ানের (৩) নিথর দেহ বিছানা থেকে উদ্ধার করে। লাশ দুইটি ময়না তদন্তের জন্য মাদারীপুরে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, রেবার স্বামী লাল্টু মিয়া স্থানীয় একটি সমবায় সমিতির মালিক। তার স্থায়ী বাড়ি উমেদপুরের আলেপুর মিয়া বাড়ি। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। শ্বশুর বাড়ির লোকজনকে ঘটনাস্থলে দেখা গেলেও স্বামীকে দেখা যায়নি।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সোনাহর আলী শরীফ বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মা ও শিশু পুত্রের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি পারিবারিক কলহের জেড়ে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত চলছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply