মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের দুধখালী ইউনিয়নের হাউসদী এলাকায় শিক্ষাই অনির্বান শিখা এর পক্ষ থেকে শুক্রবার সকালে ৪শতাধীক মেধাবী গরিব ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী ও অসহায় মানুষদের শীত বস্ত্র ও শিক্ষাউপকরণ বিতারন করেছে।
মেধাবী গরিব ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী ও অসহায় মানুষদের পাশে এই শ্লোগান কে সামনে রেখে গোলাম রাব্বানী সোহাগ ও গোলাম সরোয়ার আহাদ একটি প্রতিাষ্ঠান গড়ে তুলেন এবং নামকরন করা হয় শিক্ষাই অনির্বান শিখা। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে অসহায় মেধাবীদের প্রতিমাসে শিক্ষা উপকরণ, টিউশন ফি দিয়ে আসছে এবং প্রতিবছর অসহায় ,প্রতিবন্ধী ও গরিবদের শীত বস্ত্র মেয়েদের থ্রী পিচ, ছেলেদের কোট ও শীত বস্ত্র দিয়ে আসছে। সেই উপলক্ষে আজ দুপুরে হাজার হাজার জনগনের উপস্থিতে শিক্ষা অনির্বান শিখা সভাপতি মিজানুর রহমান ফরাজীর সভাপত্বিতে প্রায় ৪শতাধীক মেধাবী গরিব ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী ও অসহায় মানুষদের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতারন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মাস্টার আ.বারেক আকন, আ.আলিম ফরাজী, বেলাল হোসেন খান, চুন্ন বেপারী ও সার্বিক তত্ববধানে ছিলেন গোলাম কিবরিয়া এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply