মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের পেয়ারপুর এলাকায় পোটকা মাছ খেয়ে বলাইকান্দি জুনিয়ার হাইস্কুলের সহকারী শিক্ষক, সাবেক ইউপি সদস্য ও পেয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি সোবাহান খন্দকার(৫৫) শনিবার রাতে সদর হাসপাতালে মারা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে মাছ বাজারে গিয়ে ফেলে দেয়া পোটকা মাছ বাড়ীতে নিয়ে এসে শ্বাসকষ্ট রোগ প্রতিরোধ করবে এই কারনে দুপুরে রান্না করে একাই সোবাহান মাষ্টার খেয়ে পারিবারিক কাজ করতে থাকে এবং কিছু সময়ের মধ্যে সে অসুস্থ হয়ে পরে। এরপর সদর হাসপাতালে চিৎকিসাধীন অবস্থায় রাতে মারা যান।তবে পুলিশের বলেন হৃদরোগে তিনি মারা গেছেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্রমকর্তা(ওসি) মো.কামরুল ইসলাম জানান, আমরা খোজ নিয়ে জেনেছি এবং পেয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছে সোবাহান খন্দকার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply