মো.মিরাজ মোল্যা:
মাদারীপুরের শিবচর উপজেলা চাইনিজ উৎসব রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেল থেকে ইন্নি আক্তার নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল ৫মে রবিবার রাত ৮টার সময় ইন্নি আক্তার নামে কিশোরীর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রুবেল নামে এক যুবকসহ ওই হোটেলের ম্যানেজার ও বয়কে আটক করেছে পুলিশ।
শিবচরে চাইনিজ উৎসব রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ সকালে স্বামী- স্ত্রী পরিচয়ে ভাড়া নেয় দুইজন। এরপর রাত ৮টার দিকে ওই হোটেলের একই কক্ষ থেকে ইন্নি নামে এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। হোটেলের সিসিটিভির ফুটেজ দেখে রুবেল নামে একজনকে কাঠালবাড়ী ফেরিঘাট থেকে আটক করা হয়। এছাড়াও হোটেলের ম্যানেজার ও বয়কে আটক করা হয়েছে।
ইন্নি আক্তার শেখ ফজিলাতুন্নেছা সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী । সে পৌর শহরের স্বাস্থ্য কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। সে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের বানিয়ারচর গ্রামের মৃত ইলিয়াস মৃধার মেয়ে।
আটকৃত রুবেল খান শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের মৃত তোতা খানের ছেলে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- মেয়েটিকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যপারে সিসিটিভির ফুটেজে দেখে চেহারা শনাক্ত করে রুবেল নামে একজনসহ আরও দুইজনকে আটক করেছি এবং ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার করার প্রস্তুতি চলছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply