জয়পুরহাট সংবাদদাতাঃ যুগের পর যুগ পেরিয়ে গেলেও জয়পুরহাট সদরের ছোট যমুনা নদীর মাধবঘাটে এখনও নির্মিত হয়নি কোন ব্রীজ। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীসহ দুপারের হাজার হাজার সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ জন প্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও এর নেই কোন বাস্তবায়ন।
মাধবঘাট থেকে জয়পুরহাট শহরের দুরত্ব ৩ কিলোমিটার। কিন্তু সদর উপজেলার মোহাম্মাবাদাদ, ধলাহার, দোগাছী ও পাঁচবিবি উপজেলার ধরঞ্জী, আয়মারসুলপুর ইউনিয়নের প্রায় ৪০ টি গ্রামের হাজার হাজার মানুষ জেলা শহরে যাতায়াত করে প্রায় ১২ থেকে ১৪ কিলোমিটার পথ ঘুরে। দেশব্যাপী সরকারের ব্যাপক উন্নয়ন থাকলেও ব্রীজটি নির্মান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।
বর্ষাকালে নদী ভরে গেলে এলাকার মানুষ পরে চরম ভোগান্তিতে। প্রতিনিয়তই শত শত শিক্ষার্থীরা একটি ছোট নৌকাতে ঝুকি নিয়ে চলাচল করে। পারাপারের সময় মাঝে মাঝেই ঘটে থাকে দুর্ঘটনা। তারাও চায় স্কুলে যাতায়াতের সুবিধার জন্য দ্রুত ব্রীজটি নির্মান হোক।
মাধবঘাট এলাকার পাঁচবিবি আয়মারসুলপুর ইউপি সদস্য গণেশ পান্ডে জানান, পাঁচবিবি ও জয়পুরহাটের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ কম সময়ে শহরে যাতায়াতের জন্য ব্রীজটি দ্রুত নির্মাণ করা প্রয়োজন। কিন্তু যুগের পর যুগ পেরিয়ে গেলেও ব্রীজটি নির্মান হয়নি।
সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সরকার সারা বাংলাদেশ ও জয়পুরহাটের অনেক উন্নয়ন করলেও জয়পুরহাটে মাধবঘাট এখনও উন্নয়ন থেকে পিছিয়ে। সাধারণ মানুষের যাতায়াতে সুবিধার জন্য সেতুটি দ্রুত নির্মান প্রয়োজন।
জয়পুরহাট এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী নাঈমা নাজনীন নাজ বলেন, ব্রীজটি নির্মানের প্রস্তাব করা করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে ব্রীজ নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply